Type Here to Get Search Results !

Agniveer GD Mock Test Part-01 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-01

0
Agniveer GD Mock Test Part-01 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-০১
Agniveer GD Mock Test Part-01 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-০১


সুপ্রিয় বন্ধুরা,
আপনি কি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা নিয়ে এসেছি Agniveer GD Mock Test Part-01। এই PDF টি সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে । এছাড়াও গণিত এবং লজিক্যাল রিজনিংয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান আমাদের Youtube চ্যানেলে দেওয়া হবে।

➤ জেনারেল নলেজ 
01. 'Mukhya mantri mohila rojgar Yojana' অনুমোদন করলো কোন মন্ত্রীসভা?
A) ঝাড়খন্ড 
B) বিহার 
C) উত্তর প্রদেশ 
D) গুজরাট

02. সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত কে হলেন?
A) রুপেশ কুমার 
B) অজয় প্রসাদ বিশ্বাস 
C) নীলাঞ্জন বিশ্বাস 
D) ভিতুল কুমার

03. বন্যা সংকটের জন্য বাংলাদেশে 200,000 টন চাল রপ্তানি করল কোন দেশ?
A) নেপাল 
B) শ্রীলঙ্কা 
C) ভারত
D) পাকিস্তান 

04. Pujari Granthi Samman Yojana চালু করলো কোন রাজ্য সরকার?
A) দিল্লি 
B) অন্ধ্রপ্রদেশ 
C) হিমাচল প্রদেশ 
D) উত্তরাখণ্ড

05. প্রতি বছর কোন তারিখটি 'LOKPAL DAY' হিসাবে পালিত হবে?
A) 15 ই জানুয়ারি 
B) 16ই জানুয়ারি 
C) 17ই জানুয়ারি 
D) 18ই জানুয়ারি 

➤ জেনারেল সায়েন্স
16.কোন তরলের স্ফুটনাঙ্ক কিভাবে বাড়ানো যায়?
A) চাপ বাড়িয়ে
B) চাপ কমিয়ে 
C) তাপ বাড়িয়ে
D) তরলের পরিমাণ বাড়িয়ে

17. বিশিষ্ট প্রতিরোধের একক কি হয়? 
A) ওম × সেকেন্ড 
B) ওম ×মিটার 
C) ওম 
D) ওম×সেন্টিমিটার

18. নিম্নলিখিত কোনটি চুম্বকীয়? 
A) পারদ
B) লোহা
C) সোনা
D) রুপা

19. বিদ্যুৎ কিসের উৎপন্ন হয়? 
A) ডায়োড
B) ট্রানজিস্টার
C) ডায়নামো
D) মোটর

20. সোনার নামক যন্ত্র কি কাজে লাগে?
A) বিমানটির অবস্থান অনুসন্ধান করা
B) ডুবোজাহাজের অবস্থান অনুসন্ধান করা
C) সংগীত যন্ত্রের তরঙ্গের কম্পাঙ্ক জানতে
D) এর মধ্যে কোনোটিও নয়

➤ গণিত 
31. 11, 12, 13, 14 এর গড় নির্ণয় কর।
A) 12
B) 12.5
C) 13.5
D) 13

32.  7/4 +9/4+1/4   সমাধান কর। 
A) 19/4
B) 15/4
C) 17/4
D) 21/4

33. 47 এর বর্গ নির্ণয় কর। 
A) 2401
B) 2209
C) 1849
D) 2009

34. নিচের কোনটি যৌগিক সংখ্যা?
A) 79
B) 83
C) 259
D) 199

35. 5 এবং 15 এর অনুপাত নির্ণয় কর।
A) 1:5
B) 1:3
C) 2:5
D) 3:5

➤ রিজনিং
46. abc _ ab _ a _ _ caab _ a
A) abaac
B) ababc
C) acabc
D) cacab

47. 3, 6, 2, 8, 4, 20, 5, ?, 6
A) 13
B) 24
C) 38
D) 30

48. ZYX, WVU, ?, QPO
A) UTR
B) STR
C) TSR
D) RTS

সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলি নীচের PDF এ সুন্দর ভাবে দেওয়া আছে । 

File Details ::

File Name: অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-০১
File Format: PDF
No. of Pages: 06
File Size: 685 KB

DOWNLOAD NOW

Post a Comment

0 Comments

Show ad in Posts/Pages