Agniveer GD Mock Test Part-02 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-০2
![]() |
Agniveer GD Mock Test Part-02 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-০2 |
জয় হিন্দ বন্ধুরা,
আপনি কি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আজকে আবারও আমরা নিয়ে এসেছি Agniveer GD Mock Test Part-02। এই PDF টি সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে । এছাড়াও গণিত এবং লজিক্যাল রিজনিংয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান আমাদের Youtube চ্যানেলে দেওয়া হবে।
নমুনা প্রশ্নপত্র
➤ জেনারেল নলেজ
1. ভারতের প্রথম "National Biofoundry Network" লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
(a) মনসুখ মন্দাভিয়া
(b) জিতেন্দ্র সিং
(c) শিবরাজ সিং চৌহান
(d) সর্বানন্দ সোনোয়াল
2. কোন ব্যাংক তার প্রথম startup Branchখুলেছে নিউ দিল্লিতে?
(a) State Bank of India (SBI)
(b) Punjab National Bank (PNB)
(c) Bank of India
(d) Bank of Baroda
3. Purchasing power parity (PPT) এর নিরিখে কত সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত?
(a) 2050
(b) 2040
(c) 2038
(d) 2035
4. Solar energy corporation of India (SECI) LIMITED নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত কে হলেন?
(a) আকাশ ত্রিপাঠী
(b) সুরেশ কুমার
(c) সুব্রত গুপ্তা
(d) অনিল ভার্মা
5. কলেজ স্টুডেন্টদের জন্য' U-Special'বাস চালু করলেন কোথাকার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা?
(a) ওড়িশা
(b) গুজরাট
(c) কর্ণাটক
(d) দিল্লি
6. 'Exercise Bright star 2025'-এ অংশগ্রহণের জন্য কত জনেরও বেশি সৈন্য পাঠাবে ভারত?
(a) 700
(b) 800
(c) 900
(d) 1000
7. সিঙ্গাপুরের তিনগুণ আয়তনের সৌর প্রকল্প তৈরি করবে কোন কোম্পানি?
(a) Tata
(b) Infosys
(c) Reliance
(d) HCL
➤ জেনারেল সায়েন্স
16. নিচের কোনটি ভিন্ন প্রকৃতির?
(a) আম
(b) আনারস
(c) ডুমুর
(d) পেঁপে
17. টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে?
(a) টিমারোলজি
(b) ইকোলজি
(c) অঙ্কোলজি
(d) সাইটোলজি
18. নিচের কোনটি মিশ্রণ:
(a) আয়রন সালফেট
(b) পিতল
(c) গান পাউডার
(d) সবগুলি
19. একটি এককহীন রাশি হল-
(a) আপেক্ষিক ঘনত্ব
(b) আপেক্ষিক গুরুত্ব
(c) রোধাঙ্ক
(d) পরমশূন্য উষ্ণতা
20. বর্ণালীর প্রান্তীয় বর্ণ হলো-
(a) লাল বেগুনি
(b) লাল সবুজ
(c) বেগুনি হলুদ
(d) লাল হলুদ
➤ গণিত
31. অমিত এবং অনিতার অর্থের অনুপাত 2:3, মোট অর্থ 10 টাকার মধ্যে অমিতের অংশ কত?
(a) 4
(b) 6
(c) 2
(d) 8
32. 2 জন ছেলে একটি কাজ 3 দিনে করতে পারে, তাহলে 1 জন ছেলে একা কত দিনে কাজটি করতে পারবে?
(a) 3
(b) 2
(c) 6
(d) 1
33. মূলধন = 1000, সুদ = 200, হার = 5%, সময় নির্ণয় কর।
(a) 4
(b) 5
(c) 6
(d) 10
34. 10, 20, 30, 40 এর গড় নির্ণয় কর।
(a) 100
(b) 25
(c) 20
(d) 50
35. 2, 3, 5 এর ল.সা.গু নির্ণয় কর।
(a) 1
(b) 10
(c) 15
(d) 30
36. 4, 5 এর গ.সা.গু (HCF) নির্ণয় কর।
(a) 2
(b) 20
(c) 1
(d) 0
37. 7/0.7= ?
(a) 7
(b) 10
(c) 70
(d) 1
38. 60 ঘণ্টার 30% কত?
(a) 18
(b) 20
(c) 24
(d) 30
➤ রিজনিং
46. শূন্যস্থানে কি বসবে? 1, 12, 25, 40, ?
(a) 57
(b) 50
(c) 56
(d) 59
47. যদি RAM = 32 এবং SHAM = 41 হয়, তবে MADHU = ?
(a) 48
(b) 45
(c) 47
(d) 50
49. একটি সারিতে একটি গাছ উভয় দিক থেকে ৫ম স্থানে আছে। সারিতে মোট কয়টি গাছ আছে?
(a) 10
(b) 8
(c) 9
(d) 11
সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলি নীচের PDF এ সুন্দর ভাবে দেওয়া আছে ।
File Details ::
File Name: অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-০২
File Format: PDF
No. of Pages: 06
File Size: 685 KB
File Format: PDF
No. of Pages: 06
File Size: 685 KB
.jpg)