Agniveer GD Mock Test Part-03 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-03
![]() |
| Agniveer GD Mock Test Part-03 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-03 |
জয় হিন্দ বন্ধুরা,
আপনি কি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আজকে আবারও আমরা নিয়ে এসেছি Agniveer GD Mock Test Part-03। এই PDF টি সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে । এছাড়াও গণিত এবং লজিক্যাল রিজনিংয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান আমাদের Youtube চ্যানেলে দেওয়া হবে।
নমুনা প্রশ্নপত্র
➤ জেনারেল নলেজ
1. গুজরাটে কোথায় Startup conclave 2025 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?
A) গান্ধীনগর
B) দেরাদুন
C) জয়পুর
D) সিমলা
2.উদ্ভাবনকে উৎসাহিত করতে 1000 কোটি টাকার 'LEAP' প্রোগ্রাম চালু করল কোন রাজ্য সরকার?
A) পাঞ্জাব
B) গুজরাট
C) কর্ণাটক
D) ওড়িশা
3. Rail-Based Launcher থেকে Agni-Prime M issile সফলভাবে পরীক্ষা করল কে?
A) আমেরিকা
B) ভারত
C) জাপান
D) অস্ট্রেলিয়া
4. কোন সালে ভারতে S-400 Missile Systems সরবরাহ সম্পন্ন করবে রাশিয়া?
A) 2026
B) 2027
C) 2028
D) 2029
5. আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় কবে?
A) 30th সেপ্টেম্বর
B) 30th অক্টোবর
C) 30th নভেম্বর
D) 30th ডিসেম্বর
6. কোন দেশকে পরাজিত করে Asia Cup 2025 জিতল ভারত?
A) পাকিস্তান
B) বাংলাদেশ
C) ওমান
D) শ্রীলঙ্কা
➤ জেনারেল সায়েন্স
16.কোন বস্তুর ওপর পৃথিবীর এর আকর্ষণ বল কে কিরূপে জানা যায়?
A) বস্তুর ভার
B) বস্তুর গতি
C) বস্তুর ঘর্ষণ
D) বস্তুর ভর
17. গাড়ির পেছনের বস্তু দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়?
A) অবতল দর্পণ
B) উত্তল দর্পণ
C) সমতল দর্পণ
D) কোনোটিই নয়
18. লোহার ওপর জং ধরার প্রক্রিয়াকে কি বলা হয়?
A) বিজারণ
B) গ্যালভানাইজেশন
C) শোষণ
D) ক্ষয়
19. আলোকরশ্মি কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না?
A) ঈষৎ স্বচ্ছ
B) স্বচ্ছ
C) উত্তল
D) অস্বচ্ছ
20. রামধনু কিসের কারণে গঠিত হয়?
A) শুধুমাত্র প্রতিফলন
B) বিচ্ছুরণ এবং সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
C) বিবর্তন
D) প্রতিসরণ
21. অতিবেগুনি রশ্মি বায়ুমন্ডলের কোন স্তর দ্বারা শোষিত হয়?
A) ট্রপোস্ফিয়ার
B) আইনোস্ফিয়ার
C) এক্সোস্ফিয়ার
D) ওজোনস্ফিয়ার
➤ গণিত
31. 15/500 এর শতাংশ রূপ নির্ণয় করুন।
A) 3%
B) 1.5%
C) 15%
D) 5%
32. এক ব্যক্তি 40 মিনিটে 1200 মিটার যায়, তাহলে 1 ঘণ্টায় কত দূরত্ব যাবে?
A) 1500
B) 1800
C) 2000
D) 1600
34. হার = 20%, সময় = 2 বছর, মূলধন = 2000, সাধারণ সুদ = ?
A) 800
B) 1000
C) 500
D) 1200
34. 4 x 3 - 1 = ?
A) 8
B) 11
C) 6
D) 12
35. কোনো সংখ্যার দ্বিগুণ থেকে 1 বিয়োগ করলে 23 পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত?
A) 6
B) 10
C) 12
D) 15
➤ রিজনিং
46. a—bb—ba—aa—bbb—a (শূন্যস্থান পূরণ করুন)
A) aabba
B) baaab
C) ababa
D) bbaba
47. ABC, DEF, G?? (পরবর্তী বর্ণ জোড়া কি হবে?)
A) JV
B) VJ
C) HI
D) HV
48. A, M, D, J, G, —, —. (পরবর্তী বর্ণগুলি কি কি?)
A) J, J
B) G, J
C) J, G
D) D, J
49. 3, 9, 18, 54, 108, ? (পরবর্তী সংখ্যা কত?)
A) 324
B) 216
C) 432
D) 486
50. ঘড়িতে 8 : 10 বাজলে আয়নায় সামনে দেখলে কটা বাজবে?
A) 3 : 50
B) 4 : 49
C) 5 : 59
D) 6 : 49
সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলি নীচের PDF এ সুন্দর ভাবে দেওয়া আছে ।
File Details::
File Name: Agniveer GD Mock Test Part-03
File Format: PDF
No. of Pages: 07
File Size: 814 KB
.jpg)