Type Here to Get Search Results !

Agniveer GD Mock Test Part-06 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-06

0
Agniveer GD Mock Test Part-06 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-06

জয় হিন্দ বন্ধুরা,
আপনি কি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আজকে আবারও আমরা নিয়ে এসেছি Agniveer GD Mock Test Part-06। এই PDF টি সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে । এছাড়াও গণিত এবং লজিক্যাল রিজনিংয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান আমাদের Youtube চ্যানেলে দেওয়া হবে।

নমুনা প্রশ্নপত্র

➤ জেনারেল নলেজ 
01. Green Hydrogen Certification Scheme চালু করেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? 
(A) অর্জুন রাম মেঘওয়াল 
(B) গিরিরাজ সিং 
(C) প্রল্লাদ জোশী   
(D) কিরেন রিজিজু

02. কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র IAS অফিসার কে রামকৃষ্ণ রাও? 
(A) তামিলনাড়ু 
(B) অন্ধ্রপ্রদেশ 
(C) গুজরাট 
(D) তেলেঙ্গানা  

03. ভারতের প্রথম Certified Green Municipal Bond ইস্যু করল উত্তরপ্রদেশের কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন? 
(A) গাজিয়াবাদ   
(B) বারাণসী 
(C) ছোট উদয়পুর 
(D) আহমেদাবাদ

04. CareEdge Ratings' State Ranking 2025-এ শীর্ষে রয়েছে কে? 
(A) গুজরাট 
(B) মহারাষ্ট্র   
(C) কর্ণাটক 
(D) তেলেঙ্গানা

05. প্রথম রাজ্য হিসেবে AI-Based Real-Time Forest Alert System বাস্তবায়ন করল- 
(A) উত্তরপ্রদেশ 
(B) মধ্যপ্রদেশ   
(C) উত্তরাখণ্ড 
(D) অসম

06. লাস্ট-মাইল কানেক্টিভিটি সুযোগ বৃদ্ধি করতে কার সাথে MoU স্বাক্ষর করল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়? 
(A) Ola 
(B) Uber 
(C) Quick Ride 
(D) Rapido  

07. কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন Mark Carney? 
(A) সিরিয়া 
(B) জার্মানি 
(C) কানাডা   
(D) নেদারল্যান্ডস

➤ জেনারেল সায়েন্স
16. একটি স্বাধীনভাবে পতিত বস্তুর স্থিতিশক্তি কোথায় সবচেয়ে বেশি হবে? 
(A) সব জায়গায় একই 
(B) শুরুতে সবচেয়ে বেশি হয়   
(C) মাটিতে সবচেয়ে বেশি 
(D) উপরে কোনোটি নয়

17. জলের সাথে কোন ধাতুর বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করা যায়? 
(A) সোডিয়াম   
(B) রূপা 
(C) সোনা 
(D) তামা

18. বৈদ্যুতিক ঘণ্টায় কোন চুম্বক ব্যবহার করা হয়? 
(A) অশ্বক্ষুরাকৃতি চুম্বক 
(B) দণ্ড চুম্বক 
(C) স্থায়ী বৈদ্যুতিক চুম্বক 
(D) অস্থায়ী চুম্বক  

19. সূর্যগ্রহণ কখন হয়? 
(A) বছরে একবার 
(B) যখন চাঁদ তার পূর্ণ অবস্থায় থাকে 
(C) যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মধ্যে দিয়ে যায়   
(D) যখন পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আসে

20. নিচের কোন সরঞ্জামটি ইঞ্জিনকে ঠান্ডা করে? 
(A) রেডিয়েটর   
(B) ব্যাটারি 
(C) গিয়ার বক্স 
(D) ওডোমিটার

21. শীতকালে কি ধরনের আবহাওয়া হলে আমরা বেশি ঠান্ডা অনুভব করি? 
(A) পরিষ্কার আবহাওয়া   
(B) মেঘলা আবহাওয়া 
(C) আর্দ্র আবহাওয়া 
(D) শুষ্ক আবহাওয়া

22. মরিচিকা (আলোর দৃষ্টিভ্রম) হওয়ার মূল কারণ কী? 
(A) আলোকের বিচ্ছুরণ 
(B) আলোকের সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন   
(C) আলোকের প্রতিসরণ 
(D) আলোকের বিচ্ছুরণ (বিক্ষিপ্ত প্রতিফলন)

23. 'সৌরজগতের' আবিষ্কারক কে ছিলেন? 
(A) গ্যালিলিও 
(B) জে. এল. বেয়ার্ড 
(C) কোপারনিকাস   
(D) কেপলার

24. উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা ______ হয়। 
(A) বাস্তব এবং উল্টো 
(B) অসদ এবং সোজা   
(C) বাস্তব এবং সোজা 
(D) অসদ এবং উল্টো

➤ গণিত 
31. 300 এর 48% হয়? 
(A) 154 
(B) 60 
(C) 144   
(D) 150

32. এক দৌড়ক 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। কিমি প্রতি ঘণ্টাতে তার গতি বের করুন। 
(A) 10 কিমি/ঘণ্টা 
(B) 36 কিমি/ঘণ্টা   
(C) 2.77 কিমি/ঘণ্টা 
(D) 20 কিমি/ঘণ্টা

33. এক পরিবারে 5 সদস্যের গড় বয়স 46 বছর। পরিবারের এক সদস্যের বিয়ে হয়ে যায়, যার কারণে গড় বয়স 3 কমে যায়। পরিবারের নতুন সদস্যের বয়স বের করুন। 
(A) 26 বছর 
(B) 28 বছর   
(C) 30 বছর 
(D) 24 বছর

34. যদি 8 জন ব্যক্তির মধ্যে 65 কিলোগ্রাম ওজনের এক ব্যক্তি এর স্থানে অন্য ব্যক্তি আসে তবে তাদের গড় ওজন 2.5 কিলোগ্রাম বেড়ে যায়। নতুন ব্যক্তির ওজন কী হবে? 
(A) 76 কিলোগ্রাম 
(B) 76.5 কিলোগ্রাম 
(C) 85 কিলোগ্রাম   
(D) এর মধ্যে কোনোটিও নয়

35. 12000 রুপি এর ওপর বার্ষিক 15 শতাংশ হারে তিন বছরের সাধারণ সুদ কতো হবে? 
(A) 7200 রুপি 
(B) 6000 রুপি 
(C) 5400 রুপি   
(D) 4500 রুপি

36. 60:140=? 
(A) 0.42   
(B) 0.36 
(C) 0.24 
(D) 0.30

37. সেই বৃত্তের ক্ষেত্রফল বের করুন যার ব্যাস 14 সেমি? 
(A) 154 cm2   
(B) 174 cm2 
(C) 164 cm2 
(D) 144 cm2

38. যদি x+y=6 এবং xy=8 হয়, তবে x এর মান বার করুন যেখানে x>y: 
(A) 2 
(B) 4   
(C) 1 
(D) 5

39. যদি 273/x=3 হয় তবে x এর মান বের করুন: 
(A) 27 
(B) 81 
(C) 73 
(D) 91  

➤ রিজনিং

46. সূর্য : পৃথিবী :: ? : চাঁদ জিজ্ঞাসাবোধক স্থানে নিচের কোনটি বসবে? 
(A) পৃথিবী   
(B) নক্ষত্র 
(C) গ্রহাণু 
(D) গ্রহ

47. 1, 0, 3, 5, 6, ?, 12, 9, 20 
(A) 9 
(B) 10 
(C) 7   
(D) 8

48. 1. Orange 2. Indigo 3. Red 4. Blue 5. Green 6. Yellow 7. Violet সঠিক ক্রমটি হবে: 
(A) 7, 2, 4, 5, 6, 1, 3   
(B) 7, 2, 4, 6, 5, 1, 3 
(C) 7, 2, 6, 4, 5, 1, 3 
(D) 7, 2, 6, 4, 1, 5, 3 

49. CE, GI, K, OQ, ? 
(A) TW 
(B) TV 
(C) SU   
(D) RT

50. WASHINGTON শব্দটির প্রথম থেকে গণনা শুরু করলে কোন বর্ণমালাটি ইংরেজি বর্ণমালার মত একই অবস্থানে থাকবে? 
(A) N 
(B) T 
(C) O 
(D) G

সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলি নীচের PDF এ সুন্দর ভাবে দেওয়া আছে । 

File Details::
File Name: Agniveer GD Mock Test Part-06
File Format: PDF
No. of Pages: 07
File Size: 814 KB




Post a Comment

0 Comments

Show ad in Posts/Pages