Agniveer GD Mock Test Part-04 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-04
![]() |
| Agniveer GD Mock Test Part-04 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-04 |
জয় হিন্দ বন্ধুরা,
আপনি কি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আজকে আবারও আমরা নিয়ে এসেছি Agniveer GD Mock Test Part-04। এই PDF টি সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে । এছাড়াও গণিত এবং লজিক্যাল রিজনিংয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান আমাদের Youtube চ্যানেলে দেওয়া হবে।
নমুনা প্রশ্নপত্র
➤ জেনারেল নলেজ
1. প্রতিবছর কোন দিনটিতে 'জাতীয় শক্তি সংরক্ষণ দিবস' হিসাবে পালন করা হয়?
A) 12th October
B) 14th December
C) 15th November
D) 1st January
2. কেন্দ্রিয় মন্ত্রী অমিত শাহ কোথায় EARTH Summit 2025-এর উদ্বোধন করলেন?
A) নিউ দিল্লি
B) পুনে
C) গান্ধীনগর
D) দেরাদুন
3. ষষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটই সেঞ্চুরি করলেন কে?
A) শ্রেয়াস আইয়ার
B) রিশভ পন্ত
C) যশস্বী যয়সওয়াল
D) শুভমান গিল
4. FIH Men,s junior Hockey World Cup 2025-এর খেতাবি জয়ী দল কোনটি?
A) ভারত
B) জার্মানি
C) স্পেন
D) আর্জেন্টিনা
5. এক মাসে 45, 911টি সৌর কৃষি পাম্প স্থাপন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লো ভারতের কোন রাজ্য?
A) উত্তর প্রদেশ
B) গুজরাট
C) মহারাষ্ট্র
D) রাজস্থান
6. ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF )দ্বারা বিশ্বের বৃহত্তম রিয়েল- টাইম পেমেন্ট সিস্টেম হিসেবে কোনটি স্বীকৃতি পেল?
A) RUPAY
B) BHIM
C) RTGS
D) UPI
7. Adani Airports-এর জন্য ভারতের প্রথম 3D Subsurface Mapping লঞ্চ করল কোন কোম্পানি?
A) ISRO
B) Genesys
C) TATA power
D) TCS
➤ জেনারেল সায়েন্স
16. প্রতিসারক সূচকের একক কি?
A) মিটার /সেকেন্ড
B) সেমি /সেকেন্ড
C) কোন একক নেই
D) নিউটন /মিটার
17. 'বৈদ্যুতিক বাল্ব' কে আবিষ্কার করেন?
A) কর্নেল যে শিক
B) যে হ্যারিশন এবং এ. ক্যাটালিন
C) টমাস আলভা এডিশন
D) স্যার হামফ্রি ডেভি
18. কাচের গুঁড়ো অন্ধকারছন্ন, অস্পষ্ট, কারণ-
A) প্রতিসরণ
B) অনিয়মিত প্রতিফলন
C) নিয়মিত প্রতিফলন
D) বিক্ষেপণ
19. তড়িৎ প্রবাহের একক-
A) ভোল্ট
B) কুলম্ব
C) অ্যাম্পিয়ার
D) ওয়াট
20. উদীয়মান বা অস্তগামী সূর্যকে লাল দেখার কারন কি?
A) প্রতিফলন
B) বিচ্ছুরণ
C) বিক্ষেপণ
D) প্রতিসরণ
21. বেকিং সোডার রাসায়নিক নাম কি?
A) সোডিয়াম বাইকার্বনেট
B) সোডিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম কার্বনেট
D) ক্যালসিয়াম সালফেট
22. পিতলের সংকর হল-
A) টিন+ তামা
B) টিন +ব্রোঞ্জ
C) কপার +জিঙ্ক
D) কপার+ টিন
23. বাস্তুতন্ত্রের প্রধান উপাদান হল-
A) জীব জগত
B) অজীবজগত
C) রাসায়নিক
D) সবগুলি
24. রক্তের কোন উপাদান খাবার Co2 এবং নাইজেনাসা অপচয় বহন করে?
A) সাদা রক্ত কোষ
B) প্লেটলেট
C) লোহিত রক্ত কণিকা
D) প্লাজমা
➤ গণিত
31. একটি বস্তুর ধার্য মূল্য 160 টাকা এবং বিক্রয় মূল্য 136 টাকা। ছাড়ের শতকরা হার নির্ণয় কর?
A) 18%
B) 15%
C) 20%
D) 25%
32. 57×53 এর মান নির্ণয় কর।
A) 7/3
B) 21/25
C) 3/7
D) 35/259
33. একজন লোক প্রতিদিন 226 মিটার হাঁটে, তাহলে বল 5 দিনে সে কত মিটার হাঁটবে?
A) 1125
B) 1100
C) 1130
D) 1200
34. 4/7 ভগ্নাংশটিকে দশমিকে প্রকাশ কর।
A) 0.57
B) 0.42
C) 0.71
D) 0.66
35. 1 × 0.1 × 0.01 মান নির্ণয় কর।
A) 1.0
B) 0.1
C) 0.01
D) 0.001
36. যদি কোনো সংখ্যার 20%, 40 হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় কর।
A) 100
B) 200
C) 300
D) 400
37. একজন লোক 2000 টাকা ধার নেয় এবং 5 বছর পরে 3000 টাকা ফেরত দেয়। সাধারণ সুদের হার শতকরা কত ছিল?
A) 5%
B) 10%
C) 20%
D) 25%
➤ রিজনিং
46. ? স্থানে কত বসবে? 7:57::13:?
A) 163
B) 153
C) 183
D) 143
47. 534, 543, 559, 584, 620, ?
A) 648
B) 676
C) 669
D) 671
48. A, D, ?, P, Y
A) J
B) I
C) G
D) H
49. যদি TRANSPORTATIONAL শব্দটির দ্বিতীয় অর্দ্ধকে বিপরীতক্রমে সাজিয়ে প্রথম অর্দ্ধের আগে স্থাপন করা হয়, তবে ডান প্রান্ত থেকে বাম দিকে 13-তম বর্ণমালার ডান দিকে তৃতীয় বর্ণমালাটি কত হবে?
A) R
B) N
C) L
D) A
50. সঠিক ক্রমটি সাজান: 1. Curd 2. Milk 3. Butter milk 4. Cow 5. Ghee 6. Butter
A) 2, 5, 6, 4, 1, 3
B) 4, 6, 2, 1, 3, 5
C) 4, 2, 1, 3, 6, 5
D) 2, 6, 4, 5, 3, 1
সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলি নীচের PDF এ সুন্দর ভাবে দেওয়া আছে ।
File Details::
File Name: Agniveer GD Mock Test Part-04
File Format: PDF
No. of Pages: 07
File Size: 814 KB
.jpg)