Agniveer GD Mock Test Part-05 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-05
![]() |
| Agniveer GD Mock Test Part-05 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-05 |
জয় হিন্দ বন্ধুরা,
আপনি কি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আজকে আবারও আমরা নিয়ে এসেছি Agniveer GD Mock Test Part-05। এই PDF টি সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে । এছাড়াও গণিত এবং লজিক্যাল রিজনিংয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান আমাদের Youtube চ্যানেলে দেওয়া হবে।
নমুনা প্রশ্নপত্র
➤ জেনারেল নলেজ
1. কোন সময় পর্যন্ত Chief of Defence Staff হিসাবে জেনারেল অনিল চৌহানের মেয়াদ বাড়ানো কেন্দ্র?
A) 30th May, 2026
B) 30th May, 2027
C) 30th May, 2028
D) 30th May, 2029
2. সম্প্রতি অবসর গ্রহণকারী Jerome Boateng কোন দেশের ফুটবল খেলোয়াড়?
A) আর্জেন্টিনা
B) ফ্রান্স
C) জার্মানি
D) ব্রাজিল
3. বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় কবে?
A) 28th September
B) 29th September
C) 30th September
D) 31th September
4. সরকারি কারণে কোন দেশের ক্রিকেট মেম্বারশিপ বাতিল করলো ICC?
A) ইংল্যান্ড
B) যুক্তরাষ্ট্র (USA)
C) অস্ট্রেলিয়া
D) ভারত
5. কোথায় Goods and Services Tax Appellated Tribunal (GSTAT) উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন?
A) পুনে
B) কলকাতা
C) নিউ দিল্লি
D) বেঙ্গালুরু
6. জৈব বাণিজ্য বৃদ্ধি করতে কোন দেশের সাথে Mutual Recognition Arrangement স্বাক্ষর করলো ভারত?
A) ইংল্যান্ড
B) অস্ট্রেলিয়া
C) আমেরিকা
D) মালয়েশিয়া
➤ জেনারেল সায়েন্স
16. কিলোওয়াট ঘন্টা কিসের একক?
A) বিভব
B) শক্তি
C) বৈদ্যুতিক শক্তি
D) বল
17. গ্রহণ আলোকের কোন গুণের কারণে হয়?
A) সরল বিস্তার
B) প্রতিফলন
C) প্রতিসরণ
D) আলোক রশ্মির বিচ্ছুরণ
18. আগ্নেয়গিরি থেকে সবচেয়ে বেশি নির্গত হওয়া গ্যাস কোনটি?
A) জলীয় বাষ্প
B) কার্বন-ডাই-অক্সাইড
C) সালফার ডাই অক্সাইড
D) হাইড্রোজেন ফ্লোরাইড
19. বাতাসে শূন্য ডিগ্রী সেন্টিগ্রেডে শব্দের গতি কত?
A) 311 মিটার / সেকেন্ড
B) 330 মিটার / সেকেন্ড
C) 332 মিটার / সেকেন্ড
D) 350 মিটার / সেকেন্ড
20. সবচেয়ে হালকা ধাতু কোনটি?
A) হাইড্রোজেন
B) লিথিয়াম
C) অ্যালুমিনিয়াম
D) হীরা
21. নিম্নলিখিত কোনটি ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়?
A) সিলভার ব্রোমাইড
B) সোডিয়াম ক্লোরাইড
C) ক্যালসিয়াম নাইট্রেট
D) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
22. শব্দের বেগ কিসের উপর নির্ভর করে না?
A) তাপমাত্রা
B) বায়ু
C) চাপ
D) পদার্থের প্রকৃতি
➤ গণিত
32. 400 এর বর্গে কতগুলি শূন্য আছে?
A) 2
B) 4
C) 6
D) 5
33. 225 এর 20% = ?
A) 9
B) 90
C) 45
D) 72.5
34. 5, 10 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু)নির্ণয় কর।
A) 10
B) 5
C) 50
D) 20
35. 3, 5, 8, 8 এর গড় নির্ণয় কর।
A) 8
B) 7
C) 6
D) 4
➤ রিজনিং
46. CLOCK-কে যদি KCOLC লেখা হয়, তবে STEPS-কে কীভাবে লেখা হবে?
A) SPEST
B) SPSET
C) SEPTS
D) SPETS
47. সিরিজটি সম্পূর্ণ কর:
—bbm—amb—m—a—bb
A) abmam
B) mamab
C) bamam
D) mabam
48. সিরিজটি সম্পূর্ণ কর: ZYX, WVU, —
A) UTR
B) STR
C) RTS
D) TSR
49. সিরিজটি সম্পূর্ণ কর: J S N Q R O — —
A) VN
B) UM
C) NM
D) VM
50. 2, 5, 11, 23, ?
A) 45
B) 65
C) 46
D) 47
সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলি নীচের PDF এ সুন্দর ভাবে দেওয়া আছে ।
File Details::
File Name: Agniveer GD Mock Test Part-05
File Format: PDF
No. of Pages: 07
File Size: 814 KB
.jpg)